চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে মো. হাসান (৪২) নামে এক দিনমজুরের করুণ মৃত্যু হয়েছে। নিহত হাসান ওই ইউনিয়নের হাদুর পাহাড় এলাকার সৈয়দ আহমেদের ছেলে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুনতির আলী বাপের পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশে তার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তারা মরদেহ শনাক্ত করেন।
জানা গেছে, হাসানের নিজস্ব একটি পানের বরজ রয়েছে। প্রতিদিনের মতো সেদিনও বরজের কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল মাবুদ জানান, হাসান শ্রবণ সমস্যায় ভুগছিলেন। সম্ভবত ট্রেনের শব্দ ঠিকভাবে শুনতে না পারায় তিনি দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।